Breaking News

সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে ভোরে মাঠে নামছে সর্বোচ্চ শিরোপা জয়ী দল ‘ব্রাজিল’

কাতার বিশ্বকাপের ঝাঁজ এখোনো শেষ হয়নি। এরই মধ্যে লাতিন আমেরিকায় শুরু হচ্ছে বড়সড় প্রতিযোগিতা। যেখানে লড়বেন আগামীর মেসি-নেইমার-সুয়ারেজরা। শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ এর ৩০তম আসর।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ব্রাজিল। গত ২৯ আসরের সবগুলো প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১বার চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা, সাতবার হয় রানার্সআপ।

কলম্বিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু অনূর্ধ্ব-২০ দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় দেশটির পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিন আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভোর সাড়ে ছয়টায় একই ভেন্যুতে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে প্যারাগুয়ে । প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজন হয় ‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’।

টুর্নামেন্টটি সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। ২০২১ সালে ভেনিজুয়েলায় বসার কথা ছিল এর ৩০তম আসর। কিন্তু মহামারি করোনার কারণে তা স্থগিত হয়।

দুই গ্রুপে পাঁচটি করে মোট দশটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *