Breaking News

শেষ জুটিতে ১০৪ রান তুললো নিউজিল্যান্ডের বোলিংরা, পাকিস্তানের সামনে রানের পাহাড়

করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছিল। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট চলছে সেই করাচিতেই। টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড আজ দ্বিতীয় দিনে অলআউট হয়েছে।

১৩১ ওভার ব্যাট করে ৪৪৯ রান সংগ্রহ করেছে তারা। নিউজিল্যান্ড ৩৪৫ রানে নবম উইকেট হারানোর পর শেষ জুটিতে ১০৪ রান যোগ করেন ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল।

৩৫ রান করা এজাজকে আউট করে এই জুটি ভাঙেন আবরাব আহমেদ। ৮১ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন ম্যাট হেনরি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।

নিউজিল্যান্ডের বড় সংগ্রহে অবশ্য বড় অবদান ওপেনার ডেভন কনওয়ের। ১২২ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া টম ব্লান্ডেল খেলেছেন ৫১ রানের ইনিংস।

পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ ৪টি উইকেট নেন। এছাড়া নাসিম শাহ ও আগা সালমানের শিকার তিনটি করে উইকেট। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টের ওপরই নির্ভর করছে টেস্ট সিরিজের ভাগ্য।

টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। সবকটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে করাচিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *