Breaking News

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের আগে কোচ- ‘চার বছর আগের আর এখনকার মেসির এক নয়’

বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখা যায় খেলার মাঠে। উৎফুল্ল থেকে দলের জয়ে ভূমিকা রাখাই যেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের কাজ। কিন্তু ২০১৮ বিশ্বকাপে মেসি ছিল বিমর্ষ, বিধ্বস্ত ও হতাশাগ্রস্থ।

কেননা ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি যে এক নয়,  সেটা অকপটে স্বীকার করে নিলেন বর্তমান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

আর্জেন্টিনার সামনে প্রতিশোধের সুযোগ এবং ফ্রান্সের সামনে সুযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের। কিন্তু ফ্রান্সের বিশ্বজয়ের সামনে বড় বাধা লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে

সবার চেয়ে অনেক এগিয়ে এই পিএসজি তারকা। এই মেসি আগের থেকেও যে ভয়ংকর হবেন, সেটি মনে করিয়ে দিলেন দেশম। তিনি বলেন, ‘সে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছে। চার বছর আগের ম্যাচটি ভিন্ন ম্যাচ ছিল।

সে তখন অন্য পজিশনে খেলেছিল এবং শেষে স্ট্রাইকার হিসেবেও খেলতে হয়েছিল। কিন্তু বর্তমানে সে স্ট্রাইকার হিসেবে স্বাধীনতা নিয়ে খেলছে। বলে অনেকবার টাচ করছে এবং সে শারীরিকভাবেও অনেক ফিট অবস্থায় আছে।

মেসিকে বিশ্বসেরা বলতেও কার্পণ্য করেননি টানা দ্বিতীয়বার ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তোলা এই কোচ, ‘সে সেরা কিংবা অনেকের মধ্যে সেরা হতে পারে,

আমাদেরকে তার খেলার ধরণ অনুযায়ী কৌশল সাজাতে হবে, যেমনটা তারা করে আসছে অন্য দলের বিপক্ষে। এই আর্জেন্টিনা চার বছর আগের আর্জেন্টিনা নয়, এটাই সত্যি কথা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *