Breaking News

টি-টোয়েন্টি দল গঠনে ১৩৫’র বেশি স্ট্রাইকরেট চান আফ্রিদি, বাবর-রিজওয়ানের দিন শেষ!

পাকিস্তানের নতুন নির্বাচক শহীদ আফ্রিদির সাফ কথা টি- টোয়েন্টি দলে জায়গা পেতে ১৩৫-এর বেশি স্ট্রাইকরেট লাগবে। এ নিয়ে নেটিজেনদের প্রশ্ন তবে কি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দিন ফুরিয়ে আসছে?

টি-টোয়েন্টিতে রান সংগ্রহে পাকিস্তানের সফলতম দুই ব্যাটার বাবর-রিজওয়ান। গত দুই তিন বছর ধরে ধারাবাহিকভাবে রান করে আসছেন এই জুটি। অনেক স্মরণীয় ইনিংস আছে তাদের। তবে দু’জনেরই স্ট্রাইকরেট ১৩০-এর নিচে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ৪১.৪২ গড়ে ৩৩৫৫ রান সংগ্রহ বাবরের। ৩০ হাফসেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুটি। স্ট্রাইকরেট ১২৭.৮১। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ৮০ ম্যাচে ৪৮.৮ গড়ে করেছেন ২৬৩৫ রান।

এক সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি রিজওয়ানের নামের পাশে। তবে স্ট্রাইকরেট ১২৬.৬২। টি-টোয়েন্টির বর্তমান সময়ে এমন স্ট্রাইকরেটকে খুব একটা ভালো বলা যায় না। তবে বাবর-রিজওয়ান দু’জনই ওপেনিংয়ে খেলেন।

দলের প্রয়োজনে একজনকে ‘অ্যাংকর রোল’ পালন করতে হয়। গত কয়েক বছর ধরে এভাবেই টি-টোয়েন্টিতে সাফল্য পাচ্ছে পাকিস্তান। তবে আফ্রিদি আরও আক্রমণাত্মক দল গঠন করতে চান।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাবেক অধিনায়ক বলেন, ‘নির্বাচক হিসেবে দলের সব খেলোয়াড়ের ওপর চোখ রয়েছে আমার। ঘরোয়া ক্রিকেটে যারা ১৩৫-এর বেশি স্ট্রাইকরেট রাখতে পারবে তাদেরকেই টি-টোয়েন্টি দলে নেওয়া হবে।

বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তানের বর্তমানের বাকি ব্যাটারদের স্ট্রাইকরেটও খুব একটা ভালো নয়। ফখর জামান ১২৯, ইফতিখার আহমেদ ১২৫, হায়দার আলী ১২৬, শান মাসুদ ১২১,

খুশদিল শাহর স্ট্রাইকরেট ১১০। এদের সবাই গত বিশ্বকাপে খেলেছেন। ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের বড় কারণ ছিল স্কোরবোর্ডে পর্যাপ্ত রান রাখতে না পারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *