Breaking News

বিপিএল দিয়েই আবারও পাকিস্তান দলে ফিরতে চান ‘আমির’

বিপিএলের এবারের আসরে মোহাম্মদ আমির খেলবেন মাশরাফির নেতৃত্বাধীন দল সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এরপরেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। আর দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো করে

আবারও পাকিস্তানের হয়ে খেলতে চান এই পাকিস্তানি পেসার। আগেই আমির ঘোষণা দিয়েছিলেন তিনি এহসান মানির নেতৃত্বাধীন বোর্ডের সাথে খেলবেন না। সেই বোর্ড বদলে রমিজ রাজা এলেও আমির ফেরেননি জাতীয় দলে।

অভিমানে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি। গত বছর ঘোষণা দিয়েছিলেন রমিজের বোর্ডের অধীনেও খেলায় ফিরবেন না তিনি। এবার প্রধান নির্বাচকের পদে আফ্রিদি, বোর্ডের প্রধান নাজাম শেঠি।

তাই জাতীয় দলে ফেরার চেষ্টায় আমির। বিপিএল খেলতে আসার আগে তাই আমির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবার পাকিস্তানের হয়ে খেলতে চান তিনি। আমির বলেছেন, ‘নাজাম শেঠি খুব ভালো মানুষ।

তিনিই আমাকে জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করতে দিয়েছেন। আমিরের অভিযোগ, ২০২০ বিপিএলে ২১ (আসলে ২০) উইকেট নেওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছিল।

৬১ ওয়ানডে, ৫০ টি-টোয়েন্টি আর ৩৬ টেস্ট মিলিয়ে ২৫৯ উইকেট নিয়েছেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *