Breaking News

মাঠে নেমেই গোলের পর ইনজুরিতে পরলেন ‘নেইমার’

সব সমালোচনার জবাব দিতেই যেন পিএসজির জার্সি পরে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। লিলির বিপক্ষে লিগ ম্যাচে নেইমারের জাদুতে শুরুতেই ২-০ গোলের লিড নিয়েছিল প্যারিসের ক্লাবটি।

মেসি-নেইমার ও এমবাপ্পে জুটি গড়ে মাঠে নেমেছিলেন এই ম্যাচে। ১১ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে লিড এনে দিয়েছিলেন। ওই গোলের কারিগর পিএসজির নাম্বার টেন নেইমার।

এরপর ১৭ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার গোলে সহায়তা দেন ভিতিনহা। দ্বিতীয়ার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৫১ মিনিটে নেইমি ফাউলের শিকার হন। মাঠে লুটিয়ে পড়েন।

গোল করার পর নেইমারের ইনজুরি। তবে তার এবারের লুটিয়ে পড়া অন্যবারের মতো ছিল না। তাকে ফাউল করলেই তো ধরে নেওয়া হয় ‘অভিনয়’ করছেন। কিন্তু এবারের ইনজুরি কিছুটা গুরুতর মনে হওয়ায় স্বাভাবিক।

কারণ হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি। তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। নেইমার মাঠে থাকা পর্যন্ত লিলি ২-১ গোলে পিছিয়ে ছিল। তিনি মাঠ ছাড়ার পরই সমতায় ফেরে দলটি।

৫৮ মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে গোল করে ২-২ সমতা করেন। ৬৯ মিনিটে ৩-২ গোলের লিড নেয় লিগ ওয়ানের প্রভাবশালী দল লিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *