Breaking News

শ্রীলংকার পাশে দাঁড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)

শ্রীলংকার পাশে দাঁড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকায় রাজাপাকসের সরকার উৎখাতে মাঠে নেমেছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালান।

শ্রীলংকার এই অর্থনৈতিক সংকটে তাদের পাশে দাঁড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সম্প্রতি শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হারে অস্ট্রেলিয়া। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল সদ্য সমাপ্ত শ্রীলংকা সফরের পুরস্কারের অর্থ সেখানকার শিশু এবং তাদের পরিবারেক সাহায্যে দান করার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স।

যিনি ইউনিসেফ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতও এবং সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও অন্যান্য দলের সদস্যরাও ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডেইলি মিরর অনুসারে প্যাট কামিন্স বলেছেন, আমরা নিজেরাই দেখেছি শ্রীলংকানরা প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা চোখের সামনে মানুষকে কষ্ট পেতে দেখেছি।

তাই আমাদের পুরস্কারের অর্থ ইউনিসেফকে দিয়েছি। তারা গদ ৫০ বছরেরও বেশি সময় ধরে শ্রীলংকার মানুষ ও শিশুদের সাহায্য করে আসছে।

ইউনিসেফের অস্ট্রেলিয়ার সিইও টনি স্টুয়ার্ট বলেছেন যে গত বছরও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতে করোনা আক্রান্তের সময়ে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার সাহায্য করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *