Breaking News

সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে মাঠে নামছে টাইগাররা, আসছে একাদশে পরিবর্তন

আজ শেষ ম্যাচে সিরিজ বাঁচাতে একাদশে বর্তন নিয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের।

তবে বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয়টিতে হারলেও সিরিজ বাঁচানোর আশা বেঁচে রয়েছে টাইগারদের। গায়ানায় আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এই ম্যাচে জিততেই হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বিকল্প ভাবনার সুযোগ নেই। বাঁচামরার এই লড়াইয়ে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল।

দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়তো নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’ গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের মতো।

স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। তাই তিন পেসারের পরিবর্তনে দুই পেসারেই ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে বেদম মার খাওয়া তাসকিনেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি।

আবার বৃষ্টির সম্ভাবনাও আছে। যদি এমন হয়, তবে কার্টেল ওভারের ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে। মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব।

সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। তবে আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতাই রাখব। কার্টেল ওভারে খেলা হলে পেস খেলানোর চিন্তা থাকবে। কেনান কম ওভারের খেলাই সাধারণত বোলারদের উপর চরাউ হয় ব্যাটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *