Breaking News

দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রুটের সেঞ্চুরি, বিধ্বংসী রুপে ডাবলের পথে ব্রুক

টেস্ট না টি-টোয়েন্টি, এই ইংল্যান্ডকে কোনোকিছু দিয়েই যেন আটকানো সম্ভব নয়। নিউজিল্যান্ড হয়তো ভেবেছিল ২১ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর মারকাটারি ব্যাটিংয়ে একটু ক্ষান্তি দেবে ইংলিশরা। কোথায় কী!

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনও ওয়ানডে স্টাইলেই ব্যাটিং করলো বেন স্টোকসের দল। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ ওভারে ৪.৮৪ গড়ে তুললো ৩ উইকেটে ৩১৫ রান।

অথচ বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত দুঃস্বপ্নের শুরু হয়েছিল ইংল্যান্ডের। জ্যাক ক্রলি ২, বেন ডাকেট ৯ আর ওলি পোপ ১০ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর রুট আর ব্রুকের ২৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি। রুট অবশ্য ধরে খেলেছেন। ১৮২ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৯তম টেস্ট ১০১ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটার।

১৬৯ বলে ১৮৪ রান নিয়ে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ব্রুক। ২৪ বছর বয়সী এই ব্যাটার তার ক্যারিয়ারসেরা বিধ্বংসী ইনিংসে এখন পর্যন্ত ২৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন, ছক্কা মেরেছেন ৫টি। কিউই পেসার ম্যাট হেনরি ৬৪ রানে নিয়েছেন ২টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *