Breaking News

টি-টোয়েন্টি ক্রিকেট ব্যবসায় পরিনিত হয়েছে কিন্ত টেস্ট এখনও চূড়ায়: বেন স্টোকস

টি-টোয়েন্টি ক্রিকেট ব্যবসায় পরিনিত হয়েছে কিন্ত টেস্ট এখনও সবার ওপরে বলে মনে করে ইংলিশ এই অলরাউন্ডার বেন স্টোকস। টি-টোয়েন্টি ক্রিকেট ব্যবসায় পরিণত হয়েছে আর এখনও চূড়ায় আছে টেস্ট ক্রিকেট।

এমনটাই মনে করে ইংল্যান্ডের টেস্ট কাপ্তান বেন স্টোকস। স্টোকস বলেন দেখুন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন দেশে দেশে ছড়িয়ে গেছে।

আপনি বলতে পারেন, কিছু মানুষের জন্য টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হচ্ছে। এতে কিন্তু ক্রিকেটের জন্য ভালো দিকও আছে। সুযোগ বাড়ছে, যা ১৫ বছর আগেও ছিল না।

ক্রিকেটের বাইরের জীবন, নিরাপত্তা এবং টাকা-এগুলো কিন্তু ১৫ থেকে ২০ বছর আগেও ছিল না। স্টোকসের মতে তবে এই রমরমা ব্যবসার যুগেও স্বমহিমায় টিকে থাকবে টেস্ট ক্রিকেট।

তিনি বলেন ‘টেস্ট ক্রিকেট কিন্তু হারিয়ে যাবে না। আমি এই সংস্করণের বড় অনুরাগী। এটাই ক্রিকেটের সর্বোচ্চ চূড়া। শুদ্ধতম সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের চেহারা বদলে দিলেও টেস্ট হারিয়ে যাবে না।

শুধু আমি নই, বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সবাই একই অনুভূতি ধারণ করেন। আমি মনে করি, সবার দায়িত্ব হচ্ছে এ বার্তা দিয়ে রাখা, টেস্ট ক্রিকেট এখনো মরে যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *