Breaking News

ওপেনিং না ওয়ান ডাউন-কোন পজিশনে ভালো খেলেন সৌম্য? কি বলে পরিসংখ্যান !

সৌম্য সরকার ওপেনার হিসেবেই তার ব্যাপক পরিচিত। এই পজিশনেই নেমেই তিনি রানের ফুলঝুরি ছুটিয়েছেন। পরে যখন ফর্ম হারিয়ে ফেললেন, তখন তাকে একে একে সাতটি পজিশনে খেলানো হয়েছে টি-টোয়েন্টিতে! না, ভুল পড়েননি।

সাতটি পজিশনে সৌম্য সরকারকে ব্যাটিং করানো হয়েছে জাতীয় দলে। তারপর তিনি বাদ পড়েছিলেন। দীর্ঘ প্রায় একবছর পর সৌম্য ফিরেছেন জাতীয় দলে। তবে ওপেনিং নয়, তিন নম্বর পজিশনে।

এই তিন নম্বর পজিশনে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সৌম্য। ১৮ ইনিংস ব্যাট করে ২০.৬২ গড়ে ৩৩০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩২.০০। ২৫০টি বলের মুখোমুখি হয়েছেন।

এই পজিশনে তার ফিফটি দুটি। সর্বোচ্চ অপরাজিত ৬২*। ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩২ বলে এই ইনিংসটি তিনি খেলেছিলেন। অন্যটি ৫১ রানের।

এই পজিশনে ব্যাট করে তিনি ছক্কা মেরেছেন ১৭টি এবং বাউন্ডারি ২৫টি। ওপেনার হিসেবে সৌম্য ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন। এই পজিশনে তার গড় এবং স্ট্রাইকরেট দুটোই কম।

৩৫ ইনিংস ব্যাট করে ১৯.৪০ গড় এবং ১২৪.৫৮ স্ট্রাইকরেটে সৌম্য করেছেন ৬৭৯ রান। এই পজিশনে তার ফিফটির সংখ্যা ৩টি। সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেছিলেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে।

এই পজিশনে তিনি বাউন্ডারি মেরেছেন ৮১টি। আর ২১টি ছক্কা মেরেছেন। পরিসংখ্যান মতে, তিন নম্বর পজিশনের সৌম্যই কি তবে সেরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *