Breaking News

চ্যাম্পিয়নস লিগে শেষ মুহূর্তের গোলে ড্র করেও স্বস্তিতে নেই ‘বার্সেলোনা’

চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক বার্সেলোনা ও ইন্টার মিলান। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানের সঙ্গে ড্র করেছে বার্সা।

৬ গোলের ম্যাচে উভয় দলই গোল করেছে তিনটি করে। ম্যাচের ৪০তম মিনিটে ওসমান দেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা।বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে গোলে করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ইন্টারের নিকোলো বারেল্লা।

৬৩তম মিনিটে গোল করে ইন্টারকে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। রবার্ত লেভানদোস্কির গোলে বার্সা সমতায় ফেরে ৮২তম মিনিটে।

নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত পাস থেকে গোল করেন রবিন গোসেন্স। ইন্টার এগিয়ে যায় ৩-২ গোলে।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বার্সাকে ড্র এনে দেন লেভানদোস্কি। ড্রয়ের পরও স্বস্তিতে নেই কাতালানরা। কারণ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিন নম্বরে অবস্থান তাদের।

সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ, ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে জাভি হার্নান্দেজের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *