Breaking News

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপকে জাদের হাত ধরে চমক দেখতে পারে বাংলাদেশ

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাজি ধরেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন,

কোনো সন্দেহ নেই, অস্ট্রেলিয়ায় তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফুদ্দিনরা চমক দেখাবে।

সবচেয়ে বড় কথা একজন ফাস্ট বোলারের যে মানসিকতা থাকা দরকার সেটা এখন বাংলাদেশ দলের পেসারদের মধ্যে অনেকটাই এসেছে।

দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড আরও বলেন, পেসাররা এখন বোলিং করতে গিয়ে মার খাওয়ার ভয় পায় না। এটা আমার জন্য বিরাট একটা অর্জন।

ডেথ ওভার বোলিং টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ। বোলারের জন্য ম্যাচের উত্তাপটা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায় ঠিক তখন ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং।

পেসার এবাদতকে নিয়ে ডোনাল্ড বলেন, অস্ট্রেলিয়ার সব মাঠে এবাদত কার্যকর হতে পারেন। খুব বেশি মুভমেন্ট থাকবে না কিন্তু ওই অতিরিক্ত গতি, যেটা এবাদতের আছে, সেটা ব্যাটসম্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এলোমেলো করে দিতে পারে।

অস্ট্রেলিয়ায় কমপক্ষে ১২-১৪ ওভার পেস বোলিং করতে হবে। মোস্তাফিজুর রহমানের ফর্ম নিয়ে ডোনাল্ড বলেন, আমরা দেখেছি সে ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে কতটা ধারাবাহিক।

গত কয়েক মাসে সে হয়তো সেই পুরনো ছন্দে নেই। নিজের অভিজ্ঞতা থেকে বলি- চাপের মুহূর্তে ইয়র্কার দেওয়ার আত্মবিশ্বাস যখন থাকবে না, যখন শুধু স্লোয়ার বলের ওপর নির্ভর করবেন, তখন কাজটা খুবই কঠিন হয়ে যায়।

আমি ওর সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। আশা করছি, যেখানে সে ছিল, আমি তাকে সেখানে ফিরিয়ে নিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *