Breaking News

দুর্দান্ত বোলিং করে এবাদত-‘ভারতের বিপক্ষে এমন একটা জয় আমাদের দরকার ছিল’

ভারত-পাকিস্তানের মতো বড় দলগুলোর সঙ্গে অতীতে নিশ্চিত জয়ের ম্যাচেও তীরে গিয়ে তরী ডুবিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে মাত্র ২ রানের জন্য হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা।

রোববার মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত ছিল বাংলাদেশ। তবে শেষ উইকেটে মেহেদি হাসান মিরাজ ও

মোস্তাফিজু রহমানের ৪১ বলের ৫১ রানের অবিশ্বাস্য জুটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য এই জয়ে দারুণ বোলিং করেন পেস বোলার এবাদত হোসেন।

৮.২ ওভারে ৪৭ রানে ভারতের ৪ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এবাদত। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে বিসিবির এক ভিডিও বার্তায় এবাদত বলেছেন, এমন একটা জয় আমাদের দরকার ছিল।

আমরা ওয়ানডেতে খুব ভালো দল। তবু ভারতের বিপক্ষে এই জয়টা আমরা খুব ভালোভাবে উদ্‌যাপন করেছি। তিনি আরও বলেন, এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছি, এর মানে এই নয় যে সিরিজ জিতে গেছি।

কাল আমাদের একটা অনুশীলন সেশন আছে। পরের দিন ম্যাচ। সবাই এখন আত্মবিশ্বাসী। পরের ম্যাচটাও সবাই মিলে ভালো খেলার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *