Breaking News

সেমির হিসাব-নিকাশ পরে শুধু পাকিস্তানকে হারাতে পারলেই চলবে: তাসকিন

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। ভারতকে হারাতে কেন পারবে না! অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ভারতের সঙ্গে পাল্লা দিয়েছে লড়েছে বাংলাদেশ। উজ্জীবিত টাইগাররা পাকিস্তানকে ছেড়ে কথা বলবে কেন?

অ্যাডিলেড ও মেলবোর্নে বৃষ্টি এসেও তো সেমিফাইনালের সমীকরণ বদলে দিতে পারে! এবারের বিশ্বকাপই তো ‘অঘটন’, শেষের রোমাঞ্চ কিংবা বৃষ্টিতে হিসাব-নিকাশ বদলে যাওয়ার আসর।

বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ তাই শেষের আগে সেমিফাইনালে যাওয়ার আশা ছেড়ে দিচ্ছেন না। তবে সেমির অঙ্ক কষা, স্বপ্ন দেখা সবকিছুর আগে তো ম্যাচ জিততে হবে।

শুক্রবার অ্যাডিলেডে দারুণ ছন্দে থাকা ডানহাতি পেসার তাসকিন সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান তিন ফরম্যাটেই ভালো দল। তাদের হারাতে হলে ভালো ক্রিকেট খেলতেই হবে। আমরা এখনও ব্যক্তিগত বা দলীয়ভাবে শিখছি।

হয়তো আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছি কিন্তু গ্রেট টিম হয়ে যাইনি। ভারতের বিপক্ষে লিটন দারুণ ব্যাটিং করেছে। তাসকিন আহমেদ ভালো ছন্দে আছেন। অফ ফর্মে যাওয়া মুস্তাফিজুর রহমান সেরা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

সেরা খেলাটা দেখাতে পারলে এবং অলৌকিক কিছু ঘটে গেলে সেমিফাইনালে উঠে যাওয়া অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন তাসকিন। তিনি বলেন, ‘গ্রুপের বেশির ভাগ ম্যাচই ইন্টারেস্টিং হচ্ছে। যা কিছু ঘটতে পারে।

আমরা আগে ম্যাচ জিততে চাইবো। পরে কী হয় দেখা যাবে। দলের মেইন লক্ষ্য জেতা। সেমিফাইনালে যেতে কী হবে না হবে সেসব নিয়ে অনেক হিসাব-নিকাশ আছে। ওসব নিয়ে এখন ভাবছি না।

অ্যাডিলেডে নিজেদের শেষ ম্যাচে ব্যাটে-বলে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘শুরুতে যদি বোলিং করতে পারি, পাকিস্তানকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকাতে পারলে ভালো সুযোগ থাকবে।

আগে ব্যাটিং করে ভালো স্কোর হলে আমাদের বোলারদের তা ডিফেন্ড করার সামর্থ্য আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *