Breaking News

বিশ্বকাপ বাছাই পর্ব: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচের নায়ক জিম্বাবুয়ে ‘সিকান্দার রাজা’

শেষ ২০ ওভারে ক্যারিবিয়ানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৩ রান হাতে ছিল ৬ উইকেট। ওয়ানডে ক্রিকেটে যেকোনো উইকেটেই এমন সমীকরণে ব্যাটিং দলই এগিয়ে থাকবে। তবে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলাতে পারেনি শাই হোপের দল।

জিম্বাবুয়ে বিপক্ষে ৩৫ রানে হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য এই জয়ের আগেই বাছাইপর্বের গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। বাদ পড়েছে নেপাল ও যুক্তরাষ্ট্র।

তবে জিম্বাবুয়ের কাছে এই হার ভোগাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ, সুপার সিক্সে যোগ হবে গ্রুপ পর্বের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট। হারারেতে টসে হেরে ব্যাটিং করতে নেমে সিকান্দার রাজা ও রায়ান বার্লের ফিফটিতে জিম্বাবুয়ে তোলে ২৬৮ রান।

তাড়া করতে নেমে জিম্বাবুইয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২৩৩ রানে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে জিম্বাবুয়ের সবচেয়ে বড় নায়ক অলরাউন্ডার রাজা। ব্যাট হাতে ৬৮ রানের পাশাপাশি তিনি বল হাতেও নিয়েছেন

২ উইকেট। তবে রাজা একাই নন, জিম্বাবুয়ে পারফর্ম করেছে দলগতভাবেই। টেন্ডাই চাতারা নিয়েছেন ৩ উইকেট, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা নিয়েছেন ২টি করে উইকেট। ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে

ওয়েস্ট ইন্ডিজ। তবে ১২ বলে ২০ রানে ব্রেন্ডন কিং আউট হওয়ার পর রানের গতি কমে যায় ক্যারিবীয়দের। তিন নম্বরে ক্রিজে আসা জনসন চার্লস (১) দ্রুত ফিরলেও অধিনায়ক শাই হোপের সঙ্গে জুটি গড়েন কাইল মায়ার্স।

৭২ বলে ৫৬ রান করে স্পিনার ওয়েলিংটন মাসাকাজার বলে আউট হন মায়ার্স। গত ম্যাচে সেঞ্চুরি করা হোপ এদিন ইনিংস বড় করতে পারেননি, পারেননি নিকোলাস পুরানও। উইকেটে থিতু হয়েও দুজনেই আউট হয়েছেন ৩০-এর ঘরে।

শেষ ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৫২ রান, হাতে ছিল ৪টি উইকেট। তবে জেসন হোল্ডার, কিমো পল, রোস্টন চেজরা সেটা আর করতে পারেননি। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে।

ওপেনিংয়ে জয়লর্ড গাম্ভি ও ক্রেইগ আরভিন মিলে গড়েন ৬৩ রানের জুটি। তবে ৬৩ থেকে ১১২ রান পর্যন্ত যেতেই জিম্বাবুয়ে হারায় ৪ উইকেট। নেপালের বিপক্ষে অপরাজিত ১০২ রান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৯১ রান করা শন উইলিয়ামস এদিন

ইনিংসটা বড় করতে পারেননি। করেছেন মাত্র ২৩ রান। উইলিয়ামস ব্যর্থ হলেও রাজা এই ম্যাচেও ব্যাট হাতে জ্বলে ওঠেন, খেলেন ৫৮ বলে ৬৮ রানের ইনিংস। রায়ান বার্লের সঙ্গে ৯৪ বলে ৮৭ রানের জুটি গড়েন রাজা। ৪০.৫ ওভারে ২০০ করা

জিম্বাবুয়ের রানটা আরও বড় হতে পারত। তবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর হয়নি। শেষমেশ ৪৯.৫ বলে ২৬৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দিনের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।

আগে ব্যাট করে লোগান ভ্যান বিকের ৪ উইকেটে ৪৪ ওভার ৩ বলে ১৬৭ রানে অলআউট হয়ে যায় নেপাল, যা ওপেনার ম্যাক্স ও’ডাউডের ৭৫ বলে ৯০ রানের ইনিংসে নেদারল্যান্ডস টপকে যায় ২৭.১ ওভারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *