Breaking News

লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গার সামনে তিন দশকের রেকর্ড ছোঁয়ার হাতছানি

সেই ১৯৯০ সালে রেকর্ডটি গড়েছেন ওয়াকার ইউনুস। এরপর এই দীর্ঘ সময়ে অনেকে সম্ভাবনা জাগালেও পাকিস্তানের ফাস্ট বোলারকে ছুঁতে পারেননি কেউ। এবার সেই কীর্তি হাতছানি দিয়ে ডাকছে ভানিন্দু হাসারাঙ্গাকে। বিশ্বকাপ বাছাইপর্বের আগে

ওয়ানডে ক্যারিয়ারে একবারও ৫ উইকেটের স্বাদ পাননি হাসারাঙ্গা। সেই অপূর্ণতা ঘুচিয়ে বাছাইয়ে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেট নেন ২৪ রানে। দ্বিতীয় ম্যাচে শুক্রবার ওমানের বিপক্ষে ৫ উইকেট নেন ১৩ রানে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা তিন ম্যাচে ৫ উইকেট শিকারের অনন্য কীর্তি ওয়াকারের। ১৯৯০ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নেন সেই সময়ের বিধ্বংসী ফাস্ট বোলার।

হাসারাঙ্গা সেই রেকর্ড স্পর্শ করার অভিযানে নামবেন রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে বুলাওয়ায়োতে। ওয়াকারের টানা তিন ছাড়া হাসারাঙ্গাকে দিয়ে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের নজির দেখা গেল ওয়ানডেতে ১৫ বার।

ওয়াকার নিজে আরও দুই দফায় টানা দুই ম্যাচে শিকার করেন ৫ উইকেট। সেই ১৯৯০ সালেই নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে শিকার করেন ৬ ও ৫ উইকেট। ২০০১ সালে তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে তোপ চালান পরপর

দুই ম্যাচে ৭ ও ৬ উইকেট নিয়ে। ওয়াকার ছাড়া একাধিক দফায় টানা দুই ম্যাচে ৫ উইকেটের কৃতিত্ব আছে কেবল মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে আবির্ভাবেই ভারতের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে তার

শিকার ছিল ৫ ও ৬ উইকেট। ২০১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে ৫ উইকেট নেন তিনি ভারত ও পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গার আগে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন কেবল অশান্থা ডি মেল।

১৯৮৩ বিশ্বকাপে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স দেখান সাবেক লঙ্কান পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *