Breaking News

বিদায় নিশ্চিত হয়নি ভারতের, এখনো যেভাবে ফাইনালে জেতে পারে রোহিত শর্মার দল

বিদায় নিশ্চিত হয়নি ভারতের, এখনো ফাইনালে যাওয়ার সুযোগ আছে রোহিত শর্মাদের। এশিয়া কাপে সুপার ফোর পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ পাবে। দুটিতে জিতলেই ফাইনাল, দুটিতে হারলে বাদ। সমীকরণটা যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ নয়। হ্যাঁ, দুটি ম্যাচ জিতলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

তেমনি দুটি ম্যাচ হারলে বিদায়ও অনেকটা নিশ্চিত। তবে আসল সমস্যা হলো, ক্রিকেট খেলাটাই তো অনিশ্চয়তার। কাগজে-কলমে যতক্ষণ সম্ভাবনা থাকে, ততক্ষণ শেষ কথা বলে দেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হারের পর অনেকেই ভাবছেন রোহিত শর্মাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে, শ্রীলঙ্কারও ফাইনালে খেলা নিশ্চিত। তবে বাস্তবতা হলো, এর কোনোটাই এখনও নিশ্চিত নয়।

কেন? পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে। শ্রীলঙ্কার হিসেবটা আগে করা যাক। লঙ্কানরা ম্যাচ জিতেছে দুটি। এখন তারা পয়েন্ট তালিকার এক নম্বরে। শেষ ম্যাচে তারা পাকিস্তানের কাছে হেরে গেলেও ৪ পয়েন্ট থাকবে।

কিন্তু ফাইনাল নিশ্চিত হবে না। কেননা পাকিস্তান আর আফগানিস্তান দুই দলেরই ৪ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে এখনও। পাকিস্তান প্রথম ম্যাচ জিতেছে ভারতের সাথে।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে যদি পাকিস্তান হেরে যায়, আর শেষ ম্যাচে জেতে শ্রীলঙ্কার সাথে। তবে পাকিস্তানের পয়েন্ট হবে ৪। আবার আফগানিস্তান যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারে,

আবার নিজেদের শেষ ম্যাচে ভারতকেও কোনোভাবে হারিয়ে দিতে পারে, তবে আফগানিস্তানেরও পয়েন্ট হবে ৪। তখন তিন দলেরই চার পয়েন্ট হবে। শ্রীলঙ্কা সবার আগে ৪ পয়েন্ট পেয়েও বাদ পড়ে যেতে পারে রানরেটে পিছিয়ে থাকলে।

এবার আসা যাক ভারত প্রসঙ্গে। এখন পর্যন্ত সুপার ফোরে একমাত্র ভারতই দুই ম্যাচ হেরেছে। তারপরও তাদের বিদায় বলে দেওয়ার উপায় নেই। কেননা যদি পাকিস্তান আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে নিজেদের শেষ দুই ম্যাচে হারে।

তবে তাদেরও জয় হবে একটি (ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে), পয়েন্ট থাকবে ২। আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে শেষ ম্যাচে যদি ভারতের বিপক্ষে হারে। তবে আফগানিস্তান আর ভারত-দুই দলেরই পয়েন্ট হবে ২ করে।

সেক্ষেত্রে শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত হবে। অপর দলটি যাবে রানরেটের হিসেবে। রানরেটে আফগানিস্তান আর পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলে ভারতেরও সুযোগ থাকবে ফাইনালে খেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *