Breaking News

বাংলাদেশেও পাকিস্তানের মতোই ভালোবাসা পাই: মোহাম্মদ রিজওয়ান

চলছে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারের বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বাংলা বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি ও শাড়ি গায়ে চাপিয়ে

ধারাভাষ্যকাররা কথা বলছেন বাংলা শব্দে। এছাড়া খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’। ম্যাচ শুরু হলে থেমে থেমে ধারাভাষ্য চলতে থাকে প্রাণের ভাষা বাংলায়। আতাহার আলি খানের কণ্ঠে শোনা যায়, ‘অসাধারণ একটা শট’,

‘দারুণ একটা শট’। লিটন দাসের ছক্কা হাঁকানোর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আমির সোহেলও বললেন, ‘সুন্দর শট’। এদিকে, বিপিএলে বাংলাময় দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার বিদেশি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেখানে এই ব্যাটারের কাছে আজকের আয়োজন নিয়ে জানতে চাওয়া হয়।

জবাবে তিনি বলছিলেন, ‘এটার জন্য দুঃখিত- আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ।

আমি এখান থেকে পেশোয়ারের (পাকিস্তান) মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে। হাতে বর্ণমালার আর্মব্যান্ড পরার ব্যাপারে পাকিস্তানি এই তারকা ব্যাটার বলেন,

‘আমি বাংলাদেশকে শুভকামনা জানাই, যদিও জানি না আজ কী দিন। পুরো দলের জন্যই পরেছি ব্যাজ। পুরো দল পরেছে, তাই আমিও পরেছি। এরপর অবশ্য রিজওয়ানকে ভাষা দিবস সম্পর্কে বুঝিয়ে বলার পর তিনি বলেছেন,

‘আপনি যেমন বলেছেন, আজ বাংলাদেশের ভাষা দিবস। আমি শিখেছি ভালোবাসি, কেমন আছো। উল্লেখ্য, চলতি বিপিএলে আজই শেষ ম্যাচ খেললেন রিজওয়ান। পিএসএল থাকায় চলে যাবেন দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *