Breaking News

টেস্ট ইতিহাসে এমন ৭ টি লজ্জার রেকর্ডের তিনটির মালিকই এখন বাংলাদেশ !

টেস্ট ইতিহাসে এমন ৭ টি লজ্জার রেকর্ডের ঘটেছে যার তিনটির মালিকই এখন বাংলাদেশ। অভিজ্ঞ কেমার রোচ ও তরুণ পেসার জেডেন সিলসের গতির মুখে পড়ে কুপোকাত বাংলাদেশ দল।

বৃহস্পতিবার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এক বিভীষিকাময় ব্যাটিং নিদর্শন দেখাল বাংলাদেশ। যেখানে শুধু রান পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

শূন্যের জলছায় সাকিবের ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৬৭ বলে ৫১ রানের ইনিংসটি নিয়ে যা কথা বলা যায়। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিবের ৫১ রানের ইনিংসের সুবাদে দলগত সেঞ্চুরি হাঁকাতে পারে বাংলাদেশ।

প্রথম দিনে ১০৩ রানে অলআউট টাইগাররা। আর এরই সঙ্গে ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো এক লজ্জার বিশ্বরেকর্ডে নাম লেখাল বাংলাদেশ।

তা হলো— টেস্টের এক ইনিংসেই বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে ফিরেছেন। টেস্ট ইতিহাসে একই ইনিংসে ৬ ব্যাটার শূন্য রানে আউট হওয়ার ঘটনা মাত্র সাতবার।

এর মধ্যে তিনবারই রয়েছে বাংলাদেশের নাম। একবার করে এই লজ্জার রেকর্ডে নাম তুলেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার রাতে টসে জিতে ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ।

এর আগে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে এক ইনিংসেই বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রান করেছিলেন। তিন সপ্তাহ পেরোতেই আরও একবার ৬ শূন্যের বিশ্বরেকর্ডে নাম লেখালেন টাইগাররা।

এর আগে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথমবার বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য করেছিলেন। আর সেই টেস্ট হয়েছিল ঢাকায় মিরপুরে।

সেই ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছিলেন টাইগাররা। এবার অবশ্য সাকিবের লড়াকু ইনিংসের সুবাদে একশর নিচে আউট হওয়ার লজ্জা কোনোমতে এড়িয়েছেন টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *