Breaking News

দিনের প্রথম উইকেট ‘বোনারকে’ বোল্ড করে ফেরালেন সাকিব: দেখে নিন সর্বশেষ স্কোর

দিনের প্রথম উইকেট ‘বোনারকে’ বোল্ড করে ফেরালেন সাকিব। ২ উইকেটে ৯৫ রান নিয়ে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরু থেকেই দারুণ বোলিং করেছেন টাইগার পেসাররা।

উইকেটের দেখা মিলতে পারতো দিনের পঞ্চম ওভারেই। এবাদত হোসেনের করা শেষ বলটি এনক্রুমাহ বোনারের ব্যাট ছুঁয়ে জমা পড়েছিল উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ১০৩/১০ (৩২.৫ ওভার) (তামিম ২৯, লিটন ১২, সাকিব ৫০, এবাদত ৩; সেলেস ৩/৩৩, জোসেফ ৩/৩৩, রোচ ২/২১)

ওয়েস্ট ইন্ডিজ- ১৪২/৩ (৬৩ ওভার) (ব্র্যাথওয়েট ৬৩*, ক্যাম্পবেল ২৪, বোনার ৩৩; মুস্তাফিজ ১/১০, এবাদত ১/১৮, সাকিব ১/২৮)

যদিও বাংলাদেশের ফিল্ডাররা আবেদনই করেননি। ফলে উইকেট বঞ্চিত হতে হয় টাইগারদের। কিছুক্ষণ পরই লিড পেয়ে যায় ক্যারিবীয়রা।

ব্যক্তিগত ২২ রানে আরও একবার জীবন পান বোনার। খালেদ আহমেদের করা ওভারের চতুর্থ বলটি বোনারের ব্যাটে লেগে চলে যায় উইকেটকিপার ও স্লিপের ফাঁক গলে।

বল চলে যাওয়ার পর দুজনই একে অপরের দিকে চেয়েছিলেন। এর কিছুক্ষণ পর ১৭৪ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

পানি পানের বিরতির পর ৩৩ রান করা বোনারকে বোল্ড করে বাংলাদেশকে উইকেটের স্বাদ দেন সাকিব আল হাসান। এর এগে
অ্যান্টিগা টেস্টের প্রথমদিনেই অলআউট হয়েছে বাংলাদেশ।

স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে সাকিবের দল। স্বীকৃত চার ব্যাটারসহ দলের মোট ছয় জন ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই, অর্থাৎ শুন্য রানে।

ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক সাকিব নিজেই। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। শুরুতে তামিম করেন ২৯ রান। তাছাড়া ইনফর্ম লিটন দাসও ১২ রানের বেশি করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *