Breaking News

টানা ৪ টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়ে গেইল-ম্যাককালামদের পাশে ‘রেজা’

দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিকস তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত কাটাচ্ছেন। টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত বিশ্বের মাত্র ছয় ব্যাটসম্যান তা করতে পেরেছেন।

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ওপেনার রেজা হেন্ডরিকস। টানা চার টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি হাঁকিয়ে বিশ্বরেকর্ডে নাম তুলেছেন ৩২ বছর বয়সী এ ব্যাটার।

যা এখন পর্যন্ত করতে পেরেছেন বিশ্বের মাত্র ছয়জন ব্যাটার। বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রেজার ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৭৪ রানের ইনিংস।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে ৫৭, ৫৩ ও ৭০ রানের ইনিংস খেলেন রেজা। বুধবারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংসে করেছেন ৭৪ রান।

টেস্টখেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ফিফটির কীর্তি রয়েছে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের মতো বিশ্বমানের তারকাদের।

২০০৮-০৯ সালে ম্যাককালাম ও ২০১২ সালে ক্রিস গেইল গড়েন এ কীর্তি। গেইলের চার ফিফটির দুইটি ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে। এছাড়া সব সদস্য দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর ২০২১ সালে নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস।

একই বছর কানাডার রায়ানখান পাঠান ও ২০২২ সালে ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওন টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। এর মধ্যে ম্যাকিওন আবার টানা দুই সেঞ্চুরিতে করেন বিশ্বরেকর্ড।

এবার রেজার সামনে রয়েছে প্রথম ব্যাটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ফিফটি করার সুযোগ। আগামীকাল (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।

নিজের এই ম্যাচে ন্যুনতম পঞ্চাশ রান করলেই এককভাবে টানা ফিফটির বিশ্বরেকর্ড হবে রেজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *