Breaking News

জমকালো আয়োজনে মেসিকে বরণ করল ‘ইন্টার মিয়ামি’

অবশেষে অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার। আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসিকে জনসমক্ষে উপস্থাপন করলো আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় আনুষ্ঠানিক ভাবে সমর্থকদের সামনে মেসিকে হাজির করল

আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। জানা গেছে, আগামী শুক্রবারই নতুন ক্লাবের হয়ে প্রথম মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় সমর্থকদের সামনে মেসিকে আনার কথা ছিল;

কিন্তু ঝড়-বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়। স্ত্রী, সন্তানদের নিয়ে মেসি অবশ্য নির্দিষ্ট সময়ই হাজির হয়ে যান ফোর্ট লডারেবলে। গ্যালারিও ছিল ভর্তি। মাঠের মাঝখানে প্রস্তুত ছিল মেসি-বরণের মঞ্চ। বৃষ্টি থামার পর সব কিছু সাজিয়ে, গুছিয়ে নিয়ে

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে সমর্থকদের সামনে নিয়ে আসা হল নির্দিষ্ট সময়ের ঠিক ১ ঘণ্টা ০৩ মিনিট পর। মঞ্চে আগে থেকেই ছিলেন ইন্টার মিয়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যামসহ অন্য কর্তারা। মেসি প্রকাশ্যে আসতেই ইন্টার মিয়ামি

সমর্থকদের চিৎকার তাকে স্বাগত জানাল। আতসবাজির আলোয় ভরল ফ্লোরিডার একখণ্ড আকাশ। পরে মঞ্চে নিয়ে আসা হয় তার স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তানকে। এ সময় মেসির হাতে আনুষ্ঠানিকভাবে ১০ নম্বর জার্সি তুলে

দেন ডেভিড বেকহ্যাম। ইন্টার মিয়ামির ঘরের মাঠ ফোর্ট লডারেবলে ২২ হাজার দর্শকের সামনে মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল দলের অন্য ফুটবলারদেরকে। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের

আয়োজন করেছিল বেকহ্যামের ক্লাব। শিল্পী তালিকায় ছিলেন পপ তারকা শাকিরা। পারফর্ম করেন পুয়োর্তো রিকোর র‌্যাপার ব্যাড বানি। ছিলেন কলম্বিয়ার আর এক শিল্পী মালুমা। আজই (১৭ জুলাই) ইন্টার মিয়ামি ক্লাবের প্রেস কনফারেন্স হলে বিশেষ সংবাদ সম্মেলন করবেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *