Breaking News

বাংলাদেশ থেকে যে ভাবে দেখা যাবে ইন্টার মায়ামির মেসির খেলা

লিওনেল মেসিকে নতুন পরিচয়ে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত হচ্ছে এমএলএস ক্লাব ইন্টার মায়ামি। সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর চারটায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সমর্থকদের সামনে হাজির করা হবে

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে। সে আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বাড়ানো হয়েছে আসন সংখ্যাও। তার আগে মায়ামিতে যোগ দিতে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

শনিবার (১৫ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ক্লাবটি। দুই বছরের জন্য সেখানে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি। ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। পিএসজিতে দুই মৌসুম ৩০ নম্বর জার্সি গায়ে দিলেও

ইন্টার মায়ামিতে ১০ নম্বর জার্সিতেই দেখা যাবে বিশ্বকাপজয়ী ফুটবলারকে। মেসির অপেক্ষায় থেকে থেকে এই মৌসুমে এখনো ১০ নম্বর জার্সি অন্য কাউকে দেয়নি ক্লাবটি। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় অনেকে ফুটবলপ্রেমীই ক্লাবটির

খেলা দেখার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ থেকেও মায়ামির জার্সিতে মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *