Breaking News

এশিয়া কাপ দিয়েই ধোনির রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় ডিপেন্ডেবল ‘মুশফিক’

এশিয়া কাপ দিয়েই ধোনির রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় বাংলাদেশের ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দীর্ঘদিন বিশ্রামের পর এবার এশিয়া কাপে দেখা যাবে বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।প্রায় দীর্ঘ আড়াই বছর পর তিনি সেই আগের মুশফিক হয়ে জাতি দলে ফিরে আসছেন।

কারন দীর্ঘদিন ধরে তিনি উইকেট কিপিং ছেড়ে দিয়ে সাধারন ভাবে জাতীয় দলে খেলছিলেন। তবে এবারের এশিয়াকাপে তাকে আবার গ্রাভস হাতের দেখা যাবে খেলার মাঠে। তবে দীর্ঘদিন পর দলে ফিরে এক রেকর্ড করতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে ৩য় সর্বাধিক ২৯টি স্ট্যাম্পিং আছে মুশফিকের। মুশফিকের ঠিক উপরে একটি বেশি স্ট্যাম্পিং (৩০) নিয়ে আছেন কামরান আকমল। সবার উপরে ধোনির নাম (৩৪)।

ধোনিকে ছাপিয়ে সবার উপরে নিজের নাম লেখাতে মুশফিকের দরকার ৬টি স্ট্যাম্পিং, ৫টি হলে সমানে সমান। যদিও ৫টা স্ট্যাম্পিং এর ভিতরেই হয়ে গেলেও যেতে পারত মুশফিকের।

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ কিপিং গ্লাভস হাতে মুশফিককে দেখা গিয়েছিল মুশফিকুর রহিমকে। এরপর ১৪টি ম্যাচে মুশফিক খেলেছেন সাধারন ফিল্ডার হিসাবে।

উইকেটকিপার হয়ে খেললে হয়ত সবাইকে ছাপিয়ে যেতেন মুশফিক। তবে এশিয়া কাপে মুশফিক সেটা পারবেন কি না সেটা এখন দেখার বিষয়। আগামী ২৭ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপের আশর দিয়ে হয়তো নতুন রুপে দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *