Breaking News

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে সুরুতেই বাবরের উইকেট হারিয়ে চাপে পাকিস্তান: দেখুন সর্বশেষ স্কোর

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে সুরুতেই বাবরের উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। পাকিস্তান আর হংকং দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভারতের কাছে। তাই আজকের ম্যাচটা অঘোষিত নকআউটে রূপ নিয়েছে। একটু পা হড়কালেই বিদায়ঘণ্টা বেজে যাবে এশিয়া কাপ থেকে।

হংকং শক্তিসামর্থ্যে পিছিয়ে ঢের, যে কারণে হারানোর কিছু নেই দলটির। তবে পাকিস্তানের তো আছে! গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বাবর আজমের দল, এবারও যে শিরোপার জন্যই লড়বে তা বলাই বাহুল্য,

এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত পাকিস্থানের সর্বশেষ স্কোর:-
সংক্ষিপ্ত স্কোর:-
পাকিস্তান:- ১৮/১ (৩.২ ওভারে ) ;(রিজওয়ান ১*, বাবর ৯, জামান ৫* )

সেই দল যদি বিদায় নেয় এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই, তাহলে তা দলের মানসিকতায় বড় এক ধাক্কাই দেবে বৈকি!
তাই পাকিস্তানের জন্য আজকের ম্যাচটা ভারত ম্যাচের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।

এমন এক ম্যাচে অধিনায়ক বাবর আজম টসে হেরেছেন। টসভাগ্য কথা বলেছে হংকং অধিনায়ক নিজাকাত খানের পক্ষে। টস জিতে এই এশিয়া কাপে এখন পর্যন্ত এক ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই অধিনায়ক নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

এই ম্যাচেও এর ব্যত্যয় ঘটেনি। হংকং ব্যাটিং করতে পাঠিয়েছে বাবর আজমদের। ভারতের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। হংকংও আজ নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

হংকং একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়াসিম মুর্তজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলী, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফর।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *