Breaking News

এশিয়া কাপে নতুন বোলিংয়ে চমক নিয়ে হাজির হচ্ছেন, ‘রশিদ খান’

এশিয়া কাপে নতুন বোলিংয়ে চমক নিয়ে হাজির হচ্ছেন আফগানিস্তানের রশিদ খান। ২৭ আগস্ট আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে এশিয়া কাপের। এশিয়া কাপ শুরুর আগেই ব্যাটসম্যানদের হুমকি দিয়ে রাখলেন রশিদ খান।

এশিয়া কাপে বোলিংয়ে নতুন অস্ত্র নিয়ে হাজির হওয়ার আগাম বার্তা দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ৩০ আগস্ট এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগেই সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের পরোক্ষভাবে হুমকি দিয়ে রাখলেন রশিদ খান। তিনি বলেন, আমি চেষ্টা করি নতুন ধরনের ডেলিভারি করার।

নেটে এখন সেগুলো অনুশীলন করছি। কোনো ম্যাচে এখনো সেই ডেলিভারিগুলো করিনি। আশা করি এশিয়া কাপে সফল হতে পারব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই নান্দনিক পারফরম্যান্সে বিশ্বের নজর কাড়েন রশিদ খান।

ছোট দেশের বড় তারকা হিসেবে খ্যাতি পাওয়া রশিদ খান ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়তিম খেলেন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ইতোমধ্যে ৪৬৯টি উইকেট শিকার করেছেন তিনি।

রশিদ খান আরও বলেন, বল করার সময় আমি খুব বেশি ভাবি না। সহজ রাখতে চাই পুরো বিষয়টা। কাল কী হবে না ভেবে আজকের ওপর মনোযোগ দিতে চাই।

সব সময় চেষ্টা করি সঠিক জায়গায় বল করতে। সেই দক্ষতা আমার আছে। সেটা হলেই অনেক কিছু সহজ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *