Breaking News

সৌদি ক্লাবে একাই ৪ গোল করে বুঝিয়ে দিলেন, ফুরিয়ে যাননি ‘রোনালদো’

বয়সটা ৩৮। বছরখানেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপ সেরা দলগুলো। তাই তো চ্যাম্পিয়ন্স লিগের রাজা টুর্নামেন্টে খেলার মতো কোনো দলই পাননি। মুখের দোষে খুইয়েছেন ইউরোপের বিশ্বস্ত ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ইউরোপ, আমেরিকা নয়, শেষমেষ জায়গা হয়েছে সৌদির লিগে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যার নাম, তাকে কি আটকে রাখা যায়। আল নাসেরেই রাজত্ব শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা।

পুরো ক্যারিয়ারে ৬০টি হ্যাটট্রিকের মালিক রোনালদো শেষ ৯ মাসে তিন গোল করতে পারেননি কোনো ম্যাচে। বিশ্বকাপেও ছিলেন বেশ বিবর্ণ। সেই রোনালদো এবার ঘুরে দাঁড়ালেন তার মতো করেই।

আল নাসেরের হয়ে নিজের চতুর্থ ম্যাচে করলেন চার গোল। দলের প্রয়োজনে জ্বলে উঠলেন সময়মতো, আল নাসেরকে তুললেন লিগ টেবিলের শীর্ষে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মক্কার কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে

রোনালদোর দল ৪-০ গোলে হারিয়েছে আল ওয়াহেদাকে। এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন আল নাসের। ৪৯৯ গোল নিয়ে আল ওয়াহেদার মাঠে নেমেছিলেন রোনালদো।

৫০০ গোলের অপেক্ষাটা খুব একটা দীর্ঘায়িত হয়নি। ২১তম মিনিটেই মাইলফলক ছুঁয়ে ফেলেন পর্তুগিজ তারকা। তবে থামেননি সেখানেই। ৪০তম মিনিটে আবারও জালে বল পাঠান ৩৮ বছর বয়সী রোনালদো।

২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আল নাসের ৫৩তম মিনিটে পেনাল্টি পেয়ে যায়। স্পটকিকে বরাবরের মতোই সফল রোনালদো এবারেও লক্ষ্যভেদ করেছেন ঠিকঠাকভাবেই। তাতেই পূরণ হয়ে যায় ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক।

৬১তম মিনিটে ম্যাচ ও নিজের চতুর্থ গোল করেন রোনালদো। সুযোগ ছিল পঞ্চম গোল করারও। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তারকা এ ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে লিগে ৫০৩ গোল নিয়ে মাঠ ছাড়েন মহাতারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *