Breaking News

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারেই বদলে গেছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারেই বদলে গেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে হট ফেভারিট ভারতকে শুরুতেই নাকানিচুবানি খাইয়ে দেয় পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।

পাকিস্তানের বিপক্ষে সেই হারের পর ভারতের কোচিং স্টাফ এবং অধিনায়কেও পরিবর্তন আসে। ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

তিনি বলেন, অনেক দিন পর এশিয়া কাপ হচ্ছে। কিন্তু গত বছর বিশ্বকাপে দুবাইতে পাকিস্তানের সঙ্গে খেলেছি, অবশ্যই ফল আমাদের পক্ষে আসেনি। কিন্তু এশিয়া কাপ ভিন্ন।

দল এখন ভিন্নভাবে খেলছে, ভিন্নভাবে প্রস্তুতিও নিয়েছে। সেই সময় থেকে ভারতীয় দলে অনেক কিছু বদলে গেছে। আরব আমিরাতের কন্ডিশন নিয়ে রোহিত বলেন, আমাদের জন্য কন্ডিশন বুঝতে পারা হবে গুরুত্বপূর্ণ।

মাথায় রাখতে হবে আমরা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি পরিবেশে খেলব। এসব মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করতে হবে। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল প্রসঙ্গে রোহিত বলেন,

বিশ্বকাপের এখনো আড়াই মাস বাকি। এর আগে এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো হোম সিরিজ আছে আমাদের। কন্ডিশন মাথায় রেখে দলে হয়ত তিন-চারটা বদল হতে পারে।

এখন আমাদের চিন্তা আরব আমিরাত ও ভারতে খেলা নিয়ে। অস্ট্রেলিয়ার কন্ডিশন ভিন্ন হবে, আমাদের তখন ভাবতে হবে সেখানে কী দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *