Breaking News

এশিয়া কাপে ‘চ্যাম্পিয়ন’ হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত শ্রীলংকা!

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে রোববার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় শ্রীলংকা ক্রিকেট দল। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা একটি অদ্ভূত দল হিসেবে নিজেদের পরিচিত করে তুলেছে।

সেটা শুধু যে চ্যাম্পিয়ন হয়েছে সে জন্য নয়, তাদের শুরু এবং শেষের এমন বিস্ময়কর মিল-অমিল দেখলে এ কথাটা যে কেউ বলতে বাধ্য হবেন। ১৭০ রান করার পর শ্রীলঙ্কা যে কঠিন লড়াই করবে, সেটা বোঝাই গিয়েছিল।

কিন্তু বল হাতে শুরুটা কী করেছিলেন দিলশান মধুশঙ্কা? টানা ৫টি নো এবং ওয়াইড বল। একটিও বৈধ বল হওয়ার আগে দিলেন ৯ রান। প্রায় সবাই বলাবলি শুরু করেছিল, এত বাজে বোলিং দিয়ে শুরু করার পর ১৭০ রান কেন, ২০০ রানও তো রক্ষা হওয়ার কথা নয়।

কিন্তু ম্যাচ শেষে কী দেখা গেলো? জয়ী দলটির নাম শ্রীলঙ্কা। শুরু আর শেষের এমন অদ্ভূত অমিল কিন্তু টুর্নামেন্টজুড়েই লঙ্কানদের পাশে দেখা যাচ্ছিল। ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা অনিশ্চিত শ্রীলংকার।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার জন্য বাছাই পর্বের বাধা টপকাতে হবে শ্রীলংকাকে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন,

বিশ্বকাপের মূল প্রতিযোগিতা শুরুর আগে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হওয়ায় আমাদের জন্য ভালোই হবে। আশা করি এশিয়া কাপের ছন্দ ধরে রাখতে পারব আমরা।

তিনি আরও বলেন, গত বিশ্বকাপেও আমাদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হয়েছিল। তিন চার বছর ধরে এভাবেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ দুই বছর আমরা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলছি।

বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় আমাদের কাজে লাগবে। আত্মবিশ্বাসী করবে। প্রসঙ্গত, ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে লংকানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *