Breaking News

এশিয়া কাপের ‘ফাইনাল’ ম্যাচে যাদের ওপর নজর থাকবে

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে আগামীকাল রবিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইটি এবার সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরের ১২টি ম্যাচে সমানতালে পারফরম করেছেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেটাররা। আসরের ১৩তম ম্যাচ ফাইনালে যারা আলো ছড়াতে পারেন এমন কয়েকজনের দিকে নজর দেওয়া যাক।

মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : পাকিস্তানের ব্যাটিংয়ে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান। ওপেনার হিসেবে এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছেন তিনি। এ পর্যন্ত ৫ ম্যাচের ৫ ইনিংসে ২টি হাফসেঞ্চুরিসহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার ।

এ পর্যন্ত সর্বোচ্চ ২৭৬ রান করেছেন ভারতের বিরাট কোহলি। তাই কোহলিকে ছাড়িয়ে যেতে ফাইনালে ৫১ রান করতে হবে রিজওয়ানকে। দুর্দান্ত ফর্মের কারণে নিজ দলের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলে নিয়েছেন রিজওয়ান।

সুপার ফোরে ভারতের বিপক্ষে রিজওয়ান খেলেছেন ৭১ রানের দুর্দান্ত ইনিংস। তার অসাধারণ ইনিংসের সুবাদে ভারতকে ৫ উইকেটে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়েছিল পাকিস্তান।

তবে গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮ রান এই আসরে রিজওয়ানের সর্বোচ্চ। ফাইনালে জ্বলে উঠতে পারেন ফর্মে থাকা রিজওয়ান।

হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা) : শ্রীলঙ্কার সেরা বোলার হিসেবেই এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন হাসারাঙ্গা। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি। প্রথম চার ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। তবে সুপার ফোরের শেষ ম্যাচে পুরনো হাসারাঙ্গাকে দেখা যায়।

পাকিস্তানের বিপক্ষে দলের জয়ের পেছনে তিনি বড় অবদান রাখেন। ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। তাই ফাইনালেও হাসারাঙ্গার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে শ্রীলঙ্কা।

বাবর আজম (পাকিস্তান) : এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৫ ইনিংসে মাত্র ৬৩ রান করেছেন।

টুর্নামেন্ট শুরুর আগে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন বাবর। বাজে পারফরম্যান্সের কারণে রিজওয়ানের কাছে শীর্ষস্থান হারান। তবে ফাইনালের মঞ্চে বাবরের জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে পাকিস্তান। সাধারণত বড় মঞ্চেই জ্বলে ওঠেন তারকারা। সে ক্ষেত্রে জ্বলে উঠতে পারেন বাবরও।

মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান) : বল হাতে এবারের এশিয়া কাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার নাওয়াজ। ৫ ইনিংসে তার শিকার ৮ উইকেট। ব্যাট হাতেও দলের প্রয়োজনে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে তার।

সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে তিনি ২০ বলে ৪২ রান করে ভারতের হাত থেকে ম্যাচ বের করে আনেন।

পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) : শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দুই অন্যতম ভরসার নাম পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এশিয়া কাপে এই দুই ওপেনার দলকে দারুণ সূচনা এনে দিচ্ছেন।

গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ৪৫, সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ৬২, ভারতের বিপক্ষে ৯৭ রানের জুটি গড়েছিলেন তারা। তাই ফাইনালের মঞ্চে নিশাঙ্কা ও কুশলের আরো একটি দুর্দান্ত শুরুর ওপর নির্ভর করবে শ্রীলঙ্কার শিরোপা।

এই আসরে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকও তারা। নিশাঙ্কা ১৬৫ ও কুশল ১৫৫ রান করেছেন। দুজনই দুটি করে হাফসেঞ্চুরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *