Breaking News

একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে ‘মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার’: তাসকিন

ক্যারিয়ারের চরম দুঃসময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। একসময় যার স্লোয়ার, কাটারে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা খাবি খেতেন, এখন সেই মুস্তাফিজ পাত্তাই পান না!

বিশেষ করে টি-টোয়েন্টিতে বেদম মার খান, উইকেট পান কালেভদ্রে। গত ১২ মাসে ৮ ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। গড় ৪৩ ও ইকোনমি ৮.৪৫! তবু তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলানো হয়েছে।

৯ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন আহমেদ। ২৫ রানে ৪ উইকেট নিয়ে যিনি আজকের ম্যাচসেরা।

মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। আমি যা দেখছি, মুস্তাফিজ ভালো বোলিং করছে। ও কঠোর পরিশ্রম করছে। প্রক্রিয়াটা খুব ভালোভাবেই মেনে চলছে।

দ্রুতই দেখবেন সে ঘুরে দাঁড়িয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজ। ‘কাটার মাস্টার’-এর অতীত রেকর্ডের কারণেই আশাবাদী তাসকিন, ‘সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে।

সে চ্যাম্পিয়ন বোলার। দু-একটি ম্যাচ ভালো যায়নি। তবে সে সামনে ভালো করবে। যে জিনিসটা তার হাতে আছে, সেটা হচ্ছে প্রক্রিয়া। সেটা সে ভালোভাবেই মানছে। আমরা সবাই এই উন্নতির চেষ্টা করছি। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *