Breaking News

ইতিহাসে প্রথম ক্রিকেটার হিশেবে যে নজির গড়লেন ‘বাবর আজম’

আন্তর্জাতিকে অভিষেকের পর থেকেই দারুণ ক্রিকেট খেলে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক ধারাবাহিক খেলে দেশের কিংবদন্তিদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাজে নজির গড়েছেন বাবর আজম।

টানা তিন ওয়ানডেতে স্টাম্পড হয়ে বিরল রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান পুরো সিরিজের সব কটি ম্যাচেই স্টাম্পড আউট হলেন বাবর।

শুক্রবার শেষ ম্যাচে মাইকেল ব্রেসওয়েলের অফ স্টাম্পের বাইরে পড়া ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে বাবর আজম এতটাই বাইরে চলে এসেছিলেন যে টম ল্যাথাম বল গ্লাভসে নিয়ে তাড়াহুড়া না করেই স্টাম্প ভাঙেন।

একই কায়দায় আউট হয়েছেন আগের দুই ম্যাচেও। প্রথম ওয়ানডেতে গ্লেন ফিলিপসের অফস্পিনে, দ্বিতীয় ওয়ানডেতে ইস সোধির লেগ স্পিনে। বাবর ৯৫ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে মাত্র একবারই স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন।

২০১৮ এশিয়া কাপের সেই আউটটি ছিল আফগানিস্তানের বিপক্ষে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই তিনবার! ওয়ানডেতে এক সিরিজে তিনবার স্টাম্পড আউট হওয়ার ঘটনা অবশ্য আরও তিনটি আছে।

১৯৯৬ সালে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন ওয়াসিম আকরাম। দুবার শেন ওয়ার্নের বলে, একবার স্টুয়ার্ট ল’র বলে।

এক সিরিজে তিনবার স্টাম্পিংয়ের দ্বিতীয় ঘটনাটিও কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে হওয়া সেই সিরিজে ৩ স্টাম্পড হন নাসের হুসেইন।

দ্বিপাক্ষিক সিরিজে ৩ বার স্টাম্পিংয়ের প্রথম ঘটনার সঙ্গে জড়িয়ে জিম্বাবুয়ের স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি। ডানহাতি এ ব্যাটসম্যান ২০০৪ সালে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার

মুরালিধরনের বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। এক সিরিজে তিনবার স্টাম্পড হওয়া প্রথম তিনজনকে সব দিক থেকেই ছাড়িয়ে গেছেন বাবর। তিন ম্যাচের সিরিজের সব কটিতে আউট হওয়ার পথে বোলার ছিল ভিন্ন তিনজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *