Breaking News

তরুনদের নিয়ে টি-টুয়েন্টি দল গঠন

টি২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। বিশ্বকাপের ১৬টি দল চূড়ান্ত হয়ে গেছে ১৭ জুলাই। তারা এখন বিশ্বকাপের দল গোছাতে কোমর বেঁধে নেমে পড়েছে। জিম্বাবুয়ে সফর দিয়ে দল গোছানোর প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশও।

বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। ওই লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি নির্বাচক কমিটির বৈঠক। দল ঘোষণা করা হতে পারে কাল।

জিম্বাবুয়ে সফরে সাদা বলের দুই সংস্করণের সিরিজ থাকলেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টি২০ দল নিয়ে। কারণ টি২০ দল কিছুটা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।

সাকিব আল হাসানের নেতৃত্বে তারুণ্যেভরা টি২০ দল প্রত্যাশা সবার। তবে নেতৃত্ব পেলে সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করে জিম্বাবুয়েতে টি২০ খেলবেন কিনা, সে সিদ্ধান্ত জানা যাবে আজ।

২০০৭ সালে অভিষেক টি২০ বিশ্বকাপে তরুণ্যনির্ভর দল নিয়েই বাজিমাত করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইটে খেলার সুযোগ করে নেয়। সেরা আটে সব ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে ভালো ক্রিকেট খেলেছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়া বিশ্বকাপটাও তারুণ্যের উদ্দীপনায় খেলার পরিকল্পনা বিসিবির। যে কারণে অভিজ্ঞদের সঙ্গে তরুণ্যের মিশেল দল গড়তে চান নির্বাচকরা। তবে পরিবর্তন যে খুব বেশি একটা হবে, তা নয়। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের জায়গায় দু’জনকে সুযোগ দিতে চায় বোর্ড।

এ ছাড়া ২০২১ সালের টি২০ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্নরাই থাকছেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা তো ২০১৬ সালের টি২০ বিশ্বকাপেও ছিলেন। সেদিক থেকে দেখলে এবারের বিশ্বকাপ দল মোটামুটি অভিজ্ঞই হবে।

যেটার মহড়া দিতে জিম্বাবুয়েতে নিয়ে যাওয়া হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এক-দু’জনকে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দলে থাকা পারভেজ হোসেন ইমনও রয়েছেন আলোচনায়।

তবে সবকিছুই নির্ভর করছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তের ওপর। নির্বাচক কমিটি টি২০ দলটাকে নতুন লুক দেওয়ার যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়ন হবে কেবল বোর্ড সভাপতি অনুমোদন দিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *