Breaking News

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডকে সাদামাটা টার্গেট দিল তামিমরা

ব্যাটিং ব্যর্থতায় শঙ্কা জেগেছিল দলীয় রান দুইশ ছোঁয়া নিয়ে। শেষ পর্যন্ত ওই সীমানায় পৌঁছানো গেলেও সাদামাটা একটা টার্গেটই দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অর্ধ-শতকের পরেও এদিন বড় সংগ্রহ গড়তে পারেনি টাইগাররা।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ২০৯ রান। বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। তবে দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটে টাইগারদের। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নেন ওপেনার লিটন দাস।

ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন টাইগার এই ওপেনার। এরপর দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টাইগারদের। ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান তামিম ইকবালও।

মার্ক উডের করা বল হাতে লেগে সোজা আঘাত হানে তামিমের স্ট্যাম্পে। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অর্ধ-শতক। তবে ৫৮ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার।

ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। ফিরে যাওয়ার আগে এই ব্যাটার করেছেন মোটে ১৭ রান। ব্যাটিং অর্ডার পরিবর্তনের দিনে রান পাননি সাকিব আল হাসানও, করেছেন ৮ রান।

তবে মাঝের সময়ে অভিজ্ঞ সেনানী মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা চালালেও পারেননি বড় করতে ইনিংস। ফিরে যান ৩১ রান করে। সাকিব, মুশফিকদের পথেই হাঁটলেন আফিফ ও মিরাজরা।

৭ রান করে আফিফ ফেরার পর ভারত জয়ের নায়ক মিরাজ করেছেন মোটে ৯ রান। শেষ দিকে তাসকিন আহমেদ করেন ১৪ রান। এছাড়া তাইজুলের ব্যাট থেকে এসেছে ১০ রান।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট সংগ্রহ করেছেন যথাক্রমে আদিল রশিদ, মার্ক উড এবং জোফরা আর্চার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *