Breaking News

হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে ম্যাচের আগের দিন সবাইকে উজ্জীবিত করার চেষ্টা সাকিবের

টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিউজিল্যান্ড আজ (মঙ্গলবার) পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোয় ফাইনালে উঠার সমীকরণও কঠিন হয়ে গেছে বাংলাদেশের।

তবে একটি জয়ই বদলে দিতে পারে সবকিছু। বিশ্বকাপের আগে বড় দলের বিপক্ষে যে জয়টা ভীষণ দরকার সাকিব আল হাসানদের।

আগামীকাল (বুধবার) ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল আটটায় স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গত রোববার এই নিউজিল্যান্ডের কাছে হারের পর মাঝে দুদিন বিরতি পেয়েছে সাকিবের দল।

এর মধ্যে একদিন ছুটির আমেজে কাটিয়েছে টাইগাররা। তবে ম্যাচের আগের দিন অনুশীলনে ঠিকই সিরিয়াস চেহারায় দেখা গেলো ক্রিকেটারদের।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের আজকের অনুশীলনের কয়েকটি ছবি দেওয়া হয়েছে, যেখানে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসান দলের খেলোয়াড়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সাকিব কিছু বলছেন, পুরো শিবির মনোযোগ দিয়ে সেটা শুনছে। বোঝাই যাচ্ছে, কোণঠাসা দলটাকে উজ্জীবিত করার চেষ্টা করছেন অধিনায়ক।

সামনে জয় ছাড়া বিকল্প ভাবনার সুযোগ নেই। এমন সময়ে অধিনায়কের কিছু অনুপ্রেরণাদায়ক কথাই যে বদলে দিতে পারে দলের মানসিকতা।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাইফউদ্দিন,

সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান ও সৌম্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *