Breaking News

শেষ জয়ে প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশ লজ্জা এড়ালো ‘ইংল্যান্ড’

সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পেলো ইংল্যান্ড। কিম্বারলিতে ডেভিড মালান আর জস বাটলারের জোড়া সেঞ্চুরিতে রানপাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকাকে ৫৯ রানে হারালো সফরকারীরা।

তবে আগের দুই ম্যাচ জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ প্রোটিয়াদেরই। লক্ষ্য ছিল বেশ কঠিন, ৩৪৭ রানের। তবে রান তাড়া করার চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই মারমুখী ছিল তারা।

অধিনায়ক টেম্বা বাভুমা ওপেনিংয়ে নেমে ২৭ বলে করেন ৩৫ রান। রসি ভ্যান ডার (৫) অবশ্য সুবিধা করতে পারেননি। রিজা হেনড্রিকস ৬৫ বলে খেলেন ৫২ রানের ইনিংস। নাম্বার ফোর এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৯।

তবে দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় টিকে ছিল মূলত হেনরিক ক্লাসেনের ব্যাটে। ৬২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৮০-তে পৌঁছে যাওয়া ক্লাসেনকে ফিরিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন আগুন ঝরানো জোফরা আর্চার।

শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারসেরা বোলিং করা আর্চার ৪০ রানে একাই নেন ৬ উইকেট। ওয়ানডেতে ইংলিশ কোনো বোলারের এটি তৃতীয় সেরা বোলিং ফিগার।

এর আগে ৭ উইকেটে ৩৪৬ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। অথচ টস হেরে ব্যাট করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল প্রোটিয়ারা। সেখান থেকে ডেভিড মালান আর

জস বাটলারের ২১১ বলে ২৩২ রানের অবিশ্বাস্য এক জুটি। সেঞ্চুরি করেন দুজনই। মালান ১১৪ বলে ৭ চার আর ৬ ছক্কায় সাজান তার ১১৮ রানের ইনিংস। ১২৭ বলে গড়া বাটলারের ১৩১ রানের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার।

এছাড়া মঈন আলির ব্যাট থেকে বেরিয়ে আসে ২৩ বলে ৪১ রানের ক্যামিও। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি ৬২ রানে নেন ৪টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *