Breaking News

ভারতের উদ্দেশে আগামীকাল ‘এ’ দলের হয়ে দেশ ছাড়বে মিঠুন-বিজয়রা

ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে আগামীকাল শনিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল এগারোটার ফ্লাইটে দেশ ত্যাগ করবেন এনামুল হক বিজয়-মুমিনুল হকরা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ম্যাচের তারিখ পেছালেও, ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ু দলের সাথে পূর্ণাঙ্গ সিরিজই হবে। সেক্ষেত্রে নতুন সূচিতে হবে সব ম্যাচ।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২৫ অক্টোবর মিঠুনরা খেলবেন তাদের প্রথম চারদিনের ম্যাচ।

এরপর দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ১ নভেম্বরে। সবশেষ তিনটি একদিনের ম্যাচের প্রথমটি শুরু হবে ৭ নভেম্বরে। এরপর দ্বিতীয়টি ৯ এবং শেষটি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

একদিনের ম্যাচগুলোতে দেখা যাবে বিশ্বকাপ থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনকে। এছাড়া সিরিজে হেড কোচের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল। দলের সাথে ভারতে যাচ্ছেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম,

শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ সাইফউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *