Breaking News

সুপার টুয়েলভে যেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ লক্ষ্য আয়ারল্যান্ডের

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪১ রান। শুরু থেকেই আইরিশ বোলারদের চাপে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখালেন ব্রেন্ডন কিং। খেললেন ৪৮ বলে ৬২ রানের হার না মানা ইনিংস।

তারপরও পুঁজিটা বড় হলো না দুইবারের চ্যাম্পিয়নদের। হোবার্টের বেলেরিভ ওভালে ব্রেন্ডন কিংয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তুলেছে ক্যারিবীয়রা।

অর্থাৎ ম্যাচ জিতে সুপার টুয়েলভে যেতে হলে আয়ারল্যান্ডকে করতে হবে ১৪৭ রান। ‘নকআউট’ সমীকরণে দাঁড়ানো এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ক্যারিবীয়রা। বরং ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। কায়াল মায়ার্স ১ আর জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে।

এরপর এভিন লুইস ১৮ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস উপহার দেন। অধিনায়ক নিকোলাস পুরান আরও একবার ব্যর্থতার পরিচয় দেন। ১১ বল ১৩ রান করে হন আউট।

এরপর রভম্যান পাওয়েলও ৮ বলে মাত্র ৬ করে ফিরলে ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা। তবে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে গেছেন কিং।

৪৮ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে হার না মানা ১৯ করেন ওডিয়েন স্মিথ।আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্যারেথ ডেলানি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *