Breaking News

লর্ডস টেস্টে ডাকেটের ১৮২, পোপের দ্রুততম ডাবলের রেকর্ড

লর্ডস টেস্টে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারিদের ১৭২ রানেই গুটিয়ে দিয়ে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে।

১ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নেমেছিল ইংল্যান্ড। আগের দিন ওপেনার জ্যাক ক্রলি আউট হন ৫৬ করে। ওলি পোপ ২৯ আর বেন ডাকেট ৬০ রানে অপরাজিত ছিলেন। ডাকেট শেষ পর্যন্ত খেলেছেন ১৮২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।

১৭৮ বলে ওয়ানডে স্টাইলে খেলা ইনিংসে ২৪টি চার আর একটি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার। এর আগে ডাকেটের একটি সেঞ্চুরি ছিল। ১০৭ রানের ইনিংস ছিল ক্যারিয়ারসেরা। ডাকেট ১৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি।

কিন্তু ওলি পোপ সেই ভুল করেননি। তিনিও মারকুটে খেলেছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, সেটাও আবার ১৯৯ থেকে ছক্কা হাঁকিয়ে। ২০৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন পোপ। ইংল্যান্ডের কোনো ব্যাটারের

টেস্টে এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। পোপের এটাও ক্যারিয়ারসেরা ইনিংস, এর আগে ছিল ১৪৫ রানের। যদিও ডাবল সেঞ্চুরি পূর্ণ করে আর উইকেটে থাকতে পারেননি পোপ। ছক্কা হাঁকিয়ে ডাবল করার পরের বলেই ম্যাকব্রিনকে

এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন এই ব্যাটার। ২০৮ বলে করা ২০৫ রানের ইনিংসে ২২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান পোপ। তিনি আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ৪ উইকেটে ৫২৪ রান তুলেছে তারা। প্রথম ইনিংসে লিড ৩৫২ রানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *