Breaking News

যা সুযোগ পাচ্ছি, কাজে লাগাচ্ছি ‘আমরা সঠিক পথেই আছি’

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বাছাই পর্বের খেলা শেষ হচ্ছে শুক্রবার। শনিবার থেকে শুরু হবে সুপার টুয়েলভের খেলা। বাংলাদেশ নির্দিষ্ট সময়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেয়েছে।

বাছাই পর্বের ঝামেলায় পড়তে হয়নি। সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তারা বাছাইপর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেয়েছে।

বিশ্বকাপ খেলতে নামার আগে নড়েবড়ে বাংলাদেশ দলের অবস্থা। চলতি বছরের শুরু থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ১৫ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪টিতে জয় পেয়েছে।

বিশ্বকাপ খেলতে যাওয়ার ঠিক আগে চলতি মাচে নিউজিল্যান্ড-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে মুখোমুখি হয়ে ৪টিতেই হেরে যায় বাংলাদেশ। শুধু তাই নয়, নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজে শূন্যহাতে ফেরা বাংলাদেশ,

অস্ট্রেলিয়ার মাঠে বিশ্বকাপ খেলতে নামার আগে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

সোমবার বিশ্বকাপ মিশন শুরুর আগে বৃহস্পতিবার ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুশীলন করে বাংলাদশে দল। এদিন জাতীয় দলের টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম বলেন,

আমরা প্রতিটি ম্যাচেই শেখার চেষ্টা করছি, পরিস্থিতি অনুযায়ী কিভাবে খেলা যায়। মাঝের ওভারগুলোতে ওভারপ্রতি আমাদের ৮ রান করে তুলতে হবে।

তিনি আরও বলেন, রান করতে হলে আমাদের অবশ্যেই ঝুঁকি নিতে হবে। তবে সেটা হতে হবে সঠিক ঝুঁকি। উপযুক্ত বোলার বেছে নিয়ে সঠিক জায়গা লক্ষ্য বানিয়ে, নিজের হিটিং এরিয়ার ডাইমেনশন বুঝে হিট করতে হবে।

অর্থাৎ স্রেফ ব্যাটিং করে যাওয়ার চেয়েও অনেক বেশি কিছু করতে হবে। ওরা এসবই শেখার চেষ্টা করছে। শ্রীরাম বলেন, নেটে স্রেফ বল হিট করাই নয়, কিভাবে হিট করছি, সেদিকেও লক্ষ্য রাখা।

বোলারদের ক্ষেত্রেও একই কথা। প্রয়োগের দিকে মনোযোগ দেওয়া, তাদের চাপে ফেলা, ছোট ছোট লক্ষ্য দেওয়া…সব মিলিয়ে আমরা সঠিক পথেই আছি; যা পাচ্ছি (সুযোগ), কাজে লাগাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *