Breaking News

ব্যাটিংয়ে শান্ত ফুটেজ দেখছেন, মুস্তাফিজ শোধরাচ্ছেন আর্ম স্পিড

নিজের সাধ্য, সামর্থ্যের মধ্যে ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন বাংলাদেশ টি-২০ দলের টেকটিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। সৌম্য সরকারের ফুট ওয়ার্ক, ব্যাটিং স্ট্যান্সের ভুলক্রুটি শোধরাচ্ছেন।

নাজমুল শান্তর দোষ-গুন খুঁজে বের করেছেন। মুস্তাফিজের সেরা ডেলিভারি স্লোয়ার ফেরাতে কাজ করছেন। শ্রীধরন জানিয়েছেন, খেলোয়াড়রাও শিখছেন। নেটে তারা ভালো করছেন।

উন্নতি দৃশ্যমান। ব্যর্থতা নিয়ে শিষ্যদের ঘাড়ে তাই দায় চাপাতে চান না তিনি। ভারতীয় কোচ আবার এও বলছেন, ভুল খুঁজে বের করা, সমাধানের পথ দেখানো, পর্যাপ্ত অনুশীলন করানো এর বাইরে তাদের করার তেমন কিছু নেইও।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে টি-২০ দলের দায়িত্বে থাকা শ্রীধরন বলেছেন, ‘শান্তকে শেখার মধ্যে থাকতে হবে, নিজেকে বিকশিত করতে হবে। সে ভালো ক্রিকেটার, হাতে শট আছে।

সে ভিন্ন পরিস্থিতি, ভিন্ন কন্ডিশনে কীভাবে খেলবে এসব শিখছে। তার সঙ্গে ক্রমাগত কথা বলছি। উন্নতি আনতে ফুটেজ দেখানো হচ্ছে। কোচিংয়ের দিক থেকে আমরা এসবই কেবল করতে পারি।

ত্রিদেশীয় সিরিজ এবং প্রস্তুতি ম্যাচে টিম ম্যানেজমেন্ট মেহেদি মিরাজ, নাজমুল শান্ত, লিটন দাস এবং সৌম্য সরকারকে ঘুরিয়ে ফিরিয়ে ওপেনিংয়ে পরীক্ষা করেছে।

একাদশ কেমন হবে সেটা মাথায় থাকলেও ওপেনিং জুটি নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন শ্রীরাম। ওপেনিং প্রশ্নে বিরক্ত এই ভারতীয় কোচ। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘ওপেনিং কেন সুনির্দিষ্ট হতেই হবে?’

শ্রীরাম বলেন, ‘আমরা ওপেনিং নিয়ে কেন পড়ে আছি? সব দলই এখন ব্যাটিং অর্ডার নিয়ে উন্মুক্ত। অস্ট্রেলিয়ার ফিঞ্চ চারে, ক্যামেরন গ্রিন ওপেনে খেলছে। আমাদেরও ফ্লেক্সিবল হতে হবে।

টি-২০তে ফিক্সড ব্যাটিং অর্ডার জরুরি নয়। প্রোপার ওপেনারের চেয়ে দলে আরও গভীর ভাবনা চলছে। ওপেনিং নয় দল নিয়ে ভাবতে হবে আমাদের। ম্যাচের পরের ভাগ অর্থাৎ শেষ ১০ ওভারের ব্যাটিং ও বোলিং নিয়ে ভাবতে হবে।’

দলের দুশ্চিন্তার বড় নাম পেসার মুস্তাফিজুর রহমান। টি-২০ বিশেষজ্ঞ এখন একাদশে অনিশ্চিত। কোচ মনে করেন ফিজও দ্রুতই ফিরবে, ‘প্রস্তুতি ম্যাচে সে ভালো করেছে। নেটেও ভালো করছে।

আমরা ওর স্লোয়ার নিয়ে কাজ করছি, যা ওর সেরা ডেলিভারি। ডোনাল্ডের সঙ্গে সে অনেক ফুটেজ দেখেছে, আমার সঙ্গেও কাজ হচ্ছে। স্লোয়ার বলে ওর আর্ম স্পিড নিয়ে কাজ চলছে। ওর উন্নতি হচ্ছে।

অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন শ্রীরাম। দেশটির মাঠ, মাঠের চরিত্র তার জানা। সঙ্গে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়েও হোম ওয়ার্ক এগিয়ে রেখেছেন তিনি। নির্দিষ্ট ম্যাচের আগে মাঠ-কন্ডিশন বুঝে খেলার ইঙ্গিত দিয়েছেন কোচ।

জানিয়েছেন, হোবার্ট, অ্যাডিলেডে স্পিনাররা সহায়তা পেতে পারেন। এমনকি বড় বাউন্ডারি ব্যাটারদের সহায়তা করতে পারে বলেও উল্লেখ করেন। কারণ টাইগার ব্যাটাররা বলের গতি কাজে লাগাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *