Breaking News

মুশফিক বিশ্বমানের একজন মূল্যবান খেলোয়াড়: ফিল্ডিং কোচ ‘ম্যাকডরমোড’

ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার লিটন দাসের দলের সামনে সুযোগ রয়েছে ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার।

গতকাল চট্টগ্রাম পৌঁছে শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন নেটে ঘন্টাখানেকের বেশি সময়ও অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। অবশ্য শেষ দুই ওয়ানডেতে হাসেনি এই তারকা ব্যাটারের ব্যাট।

ভারতের বিপক্ষে চলতি সিরিজে প্রথম ওয়ানডেতে ১৮ এবং দ্বিতীয় ওয়ানডেতে ১২ রান করেন মুশফিক। স্বাভাবিকভাবেই রান ক্ষুধায় ভুগছেন তিনি। এ কারণে চট্টগ্রামের সাগরিকার নেটে এমন ব্যস্ত সময় পার করেছেন তিনি।

দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমড অবশ্য আশার কথা শুনিয়েছেন মুশফিককে নিয়ে। শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। মুশফিকের প্রসঙ্গে ম্যাকডরমোড বলেন,

‘আমার মনে হয় মুশফিকের বিশ্বমানের ক্যারিয়ার আছে। খুব মূল্যবান খেলোয়াড় সে। পুরো ইনিংসজুড়ে ব্যাট করে এবং খেলাটাকে গভীরে নিয়ে যায়। যদিও সে আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে খুব বেশি রান করেনি,

কিন্তু রিয়াদকে নিয়ে জুটি গড়ে খেলাটাকে গভীরে নিয়ে গেছে। তিনি যোগ করেন, ‘হয়তো আমাদের ওপর রান রেটের কিছু চাপ পড়েছে। কিন্তু খেলাটাকে যত দীর্ঘ করছি, গভীরে নিয়ে যাচ্ছি, ততই প্রতিপক্ষের ওপর চাপ পড়েছে।

তখন তারা শেষ কয়েক ওভারে বেশি ভুল করছে আমাদের চেয়ে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম কতটা পরিশ্রমী সেটা কমবেশি সবারই জানা। নেটে, জিমে কিংবা ওয়ার্ম-আপ সবখানেই অন্যদের থেকে একটু বেশি অনুশীলন করেন মুশফিক।

তারকা এই ব্যাটারের পরিশ্রম নিয়ে ফিল্ডিং কোচ ম্যাকডরমোড বললেন, ‘মুশফিক ভার্সেটাইল ক্রিকেটার সব ফরম্যাটেই, যদিও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে। সে যেভাবে প্রস্তুতি নেয় এবং পারফর্ম করে,

আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। তার সঙ্গে নির্বাচক বা অধিনায়কের কথা কী হয়েছে, আমি জানি না। তবে আমি তার ওয়ার্ক এথিকস নিয়ে খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *