Breaking News

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে নিজের সিংহাসন ফিরে পেলেন বিশ্বসেরা সাকিব

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থানে সাকিব আল হাসান। আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে এই সিংহাসন পুনরুদ্ধার করলেন টাইগার অধিনায়ক।

বিশ্বকাপ মিশন শুরুর আগেই সুসংবাদ পেলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দল ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান।

তিন ম্যাচে ১৫৪ রান করে সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। ২০ পয়েন্ট কম নিয়ে তার পরেই আছেন নবি।

তিন নম্বরে থাকা মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই।

স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম। সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক । বর্তমানে তাঁর উইকেট সংখ্যা ১০৮টি। দ্বিতীয় স্থানে মালিঙ্গার ১০৭ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেয়াদের তালিকায় তিনে রয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের ডানহাতি এই পেসারের উইকেট সংখ্যা ৯৯।

চারে থাকা শহীদ আফ্রিদির উইকেট ৯৮ এবং পাঁচে থাকা রশিদ খানের উইকেট সংখ্যা ৯৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *