Breaking News

এবার আফ্রিদির পর ইনজুরিতে পরলেন ওয়াসিমও, এশিয়া কাপের ডাক পেলেন হাসান আলি

এশিয়া কাপের আগে চোটাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তানের বোলিং লাইনআপ। টুর্নামেন্ট শুরুর আগেই হাঁটুর চোট নিয়ে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন দেশটির সময়ের সেরা পেস তারকা শাহীন শাহ আফ্রিদি।

এবার তার জায়গায় যে মোহাম্মদ ওয়াসিম খান জুনিয়রের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, তিনিও চোটে পড়েছেন।
এশিয়া কাপ শুরুর একদিন আগেই আবারো দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল।

দলের কার্যকারী পেসার মোহাম্মদ ওয়াসিম চোট নিয়ে ছিটকে গিয়েছেন। তাতে বদলি হিসেবে কপাল খুললো হাসান আলীর। টিম ম্যানেজমেন্টের অনুরোধে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন এই পেসার।

এর আগে হাঁটুতে চোট নিয়ে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন সময়ের অন্যতম সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি। তারকা এই পেসার দলে না থাকায় একাদশে মোহাম্মদ ওয়াসিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল একপ্রকার নিশ্চিত।

যদিও চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সেই সুযোগ হাত ফসকে গেল তার। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম।

এরপরও তখন অনুশীলন চালিয়ে গেছেন এই পেসার। এক পর্যায় পিঠের ব্যথা বাড়লে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর স্ক্যানের রিপোর্ট দেখে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এক বিবৃতি দিয়ে জানিয়েছে তার ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। ২৭ আগস্ট এশিয়া কাপ শুরুর পরদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *