Breaking News

গত ২০ বছর ধরে নকআউট পর্বে ইউরোপীয়দের হারাতে পারেনি ‘ব্রাজিল’

কাতারের আল রাইয়ানে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে কিছু পরিসংখ্যান সামনে চলে আসছে।

বিশ্বকাপে গত ২০ বছরে গ্রুপপর্ব পার হয়ে নকআউটে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্রাজিল। তাই ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে হিসেবেওটা বদলে দিতে পারবে ব্রাজিল?

ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য শতভাগ অপরাজিত থাকার রেকর্ড ব্রাজিলের। এ পর্যন্ত ৪বার মুখোমুখি হয়ে ৩ জয় ও ১ ম্যাচে ড্র করেছে ল্যাতিন এই দলটা। অন্যদিকে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স,

২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি এবং সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

২০০২ বিশ্বকাপের নকআউটে সর্বশেষ কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারাতে পেরেছে ব্রাজিল। সে আসরে চ্যাম্পিয়ন হয়ে পঞ্চমবারের মতো শিরোপাও জিতেছিলেন রোনালদোরা।

আজ দুইদলের সামনেই ইতিহাস বদলের হাতছানি। দেখা যাক কে সেই সুযোগটা পায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *