Breaking News

ওয়ানডেতে সিরিজ জিতেও দুঃসংবাদ পেতে হলো ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে ভারত। টানা দুই খেলায় জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে ওপেনার

শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রানের পাহাড় গড়েও পরাজয়ের শঙ্কায় পড়েছিল ভারত। মাইকেল ব্রেসওয়েলের ৭৮ বলের ১৪০ রানের ঝরো ইনিংসে পরাজয়ে শঙ্কিত ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

তবে সব শঙ্কা উড়িয়ে ১২ রানের জয় পায় ভারত। শ্বাসরুদ্ধকর প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা দিতে হয়। প্রতি ওভারের জন্য ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ করে কেটে নেওয়া হয়।

প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের আগে তিন ওভার বাকি থাকায় রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়। তবে ম্যাচ রেফারির কাছে রোহিত ভুল স্বীকার করে নেওয়ায় কোনও শুনানির প্রয়োজন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *