Breaking News

‘মেহেদি হাসান মিরাজ’ বিএসপিএ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত

ব্যাট ও বল হাতে বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মেহেদী হাসান মিরাজ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দেওয়া বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন জাতীয় দলের এই অফ স্পিনিং অলরাউন্ডার।

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের জন্য মনোনীত সেরাদের হাতে পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে ২০২০ সালে বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। বর্ষসেরা খেলোয়াড় তালিকায় মনোনীত ছিলেন মেহেদি হাসান মিরাজ (ক্রিকেট), তপু বর্মন (ফুটবল) ও দিয়া সিদ্দিকী (আরচারি)।

এদিকে পাঠকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন-জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন।

এ ছাড়া যারা পুরস্কার পেয়েছেনঃ

উদীয়মান ক্রীড়াবিদ: রিতু আক্তার (অ্যাথলেটিকস), আলী কাদের হক (জিমন্যাস্টিকস), শরিফুল ইসলাম (ক্রিকেটার), বর্ষসেরা

নারী ক্রিকেটার: শারমিন আক্তার সুপ্তা, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ক্রিকেটার: মেহেদি হাসান মিরাজ, বর্ষসেরা

বডিবিল্ডার: মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা সাইক্লিস্ট: ফয়সাল হোসেন, বর্ষসেরা হকি খেলোয়াড়: সোহনুর রহমান সবুজ,

বর্ষসেরা আর্চার: দিয়া সিদ্দিকী, বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজন, সেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা, সেরা সংগঠন: দাবা

ফেডারেশন, তৃণমূলের সংগঠক: আকবর আলী (কোচ), আমীর বাবু (কোচ, মাদারীপুর), বিশেষ সম্মাননা: আবদুল গাফফার,

বর্ষসেরা স্পন্সর: আমরা নেটওয়ার্ক লিমিটেড।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হিজি এ এ আলি ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সামন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *