Breaking News

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির চেয়ে এগিয়ে ‘হলান্ড’

কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই মেসির নামের পাশে অষ্টম ব্যালন ডি’অর ট্রফি দেখছিলেন। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই মেসিই। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি বদলে গেছে।

ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে এখন বিশ্বকাপজয়ী এই ফুটবলারকেও কঠিন লড়াই করতে হবে। মেসির ব্যালন ডি’অর জয়ের পথে বড় বাধা তৈরি করতে পারেন দুর্দান্ত ছন্দে থাকা দুই ফুটবলার। বিশ্বকাপ জিতলেও ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসি কেনো

এককভাবে ফেভারিট নন সেটা আগেই জানিয়েছেন লুইস ফিগো। মূলত, চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরম্যান্সের কারণেই এই দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন আর্জেন্টিনার এই ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পার্থক্য

গড়ে দিতে পারে বলেও মন্তব্য করেন ফিগো। বিশ্বকাপজয়ী মেসির দল পিএসজি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বাদ পড়েছে। ফ্রেঞ্চ লিগ আঁ’র শিরোপা দৌড়ে পিএসজি এগিয়ে থাকলেও সেটি ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণে

তেমন বড় কোনো ভূমিকা রাখবে না। ক্লাবের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ২০ গোল করেছেন মেসি, সহায়তা করেছেন আরও ১৯ গোলে। ব্যক্তিগতভাবে ক্লাব পারফরম্যান্স বিবেচনায় নিলে মেসি গত মৌসুমের চেয়ে

ভালো করলেও সেটি ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট নয়। তবে বিশ্বকাপ জেতাকে যদি চূড়ান্ত মানদণ্ড হিসেব করা হয় সেক্ষেত্রে মেসির ব্যালন ডি’অর জয় কেবল সময়ের ব্যাপার।

মেসির ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে বড় বাধা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হালান্ড। চলতি মৌসুমে নরওয়েজীয় এই স্ট্রাইকার রীতিমতো অতিমানবীয় পারফরম্যান্স করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ৪৭ ম্যাচে গোল করেছেন ৫১টি।

প্রিমিয়ার লিগে করেছেন ৩২ ম্যাচে রেকর্ড ৩৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগও রয়েছে হালান্ডের সামনে। ট্রেবল জয়ের মিশনে হালান্ড যদি সফল হন সেক্ষেত্রে মেসির সঙ্গে তার লড়াইটা বেশ ভালোভাবেই

জমে উঠবে। কিছুক্ষেত্রে বরং হালান্ডই এগিয়ে থাকবেন। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুসও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ২১টি অ্যাসিস্ট করেছেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

পরিসংখ্যান দিয়ে তাকে মূল্যায়ন করা কিছুটা কঠিনও। ম্যাচে যেভাবে প্রভাব বিস্তার করে খেলেন এই তরুণ ফুটবলার সেটি অনেক সময়ই ম্যাচের মূল পার্থক্য গড়ে দেয়।

রিয়াল মাদ্রিদের জার্সিতে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন তবে তিনিও ব্যালন ডি’অর জয়ে মেসি-হালান্ডের সঙ্গে দৌড়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *