Breaking News

বিপিএলে ফরচুন বরিশালের এবারও আইকন সাকিব, দলে ভেরালেন উইন্ডিজের দুই তারকা

বিপিএলে গতবারের রানার্সআপ ফরচুন বরিশাল বিপিএলের নবম আসরেও শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে। সেই ধারাবাহিকতায় আজ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের সর্বশেষ আসরে রানার-আপ হওয়া দলটি পরবর্তী ৩ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ধরে রেখেছে।  গতবারের মতো এবারও শক্তিশালী দল গড়তে বদ্ধপরিকর বরিশাল।

সেই ধারাবাহিকতায় বরিশাল আইকন ক্রিকেটার হিসেবে এবারও রেখেছে সাকিব আল হাসানকে,যিনি গত আসরে বরিশালের জার্সিতে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছিলেন।

শুধু তা-ই নয়, গত মৌসুমে খেলা ক্রিস গেইলকেও এবার দলে রাখছে বরিশাল। আছে চমকপ্রদ কিছু নাম। মাত্র কয়েকদিন আগে টি-টোয়েন্টি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়া রাহকিম কর্নওয়ালকে দলে নেওয়া হয়েছে।

দুই আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান ও করিম জানাতের সাথেও সরাসরি চুক্তি করে স্কোয়াডে ভেড়ানো হয়েছে তাদের। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএলের আগামী আসর।

একই সময়ে মাঠে গড়াবে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ। ফলে বিদেশি খেলোয়াড়দের বিপিএলে অংশগ্রহণের ব্যাপারে সংশয় দেখা দিয়েছিল। তবে বিপিএলের দলগুলো আগেভাগেই বেশ কয়েকজন

হেভিওয়েট খেলোয়াড়কে দলভুক্ত করায় সেই সংশয়ের মেঘ কেটে গেছে।ক্যারিবীয় ও আফগান ক্রিকেটার ছাড়াও এবারের আসরে আধিক্য দেখা যাবে পাকিস্তানের খেলোয়াড়দের; খেলবেন মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিকের মতো ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *